মোফাজ্জল হোসেন, বাহরাইনঃ মান্যবর রাষ্ট্রদূত ড. মু. নজরুল ইসলাম বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মান্যবর জামাল আব্দুল আজিজ আল-আলাবি-এর সাথে ভার্চুয়াল মিটিং করেন। তাঁরা উভয়ে দু'দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বৈঠকে মান্যবর রাষ্ট্রদূত ড. মু. নজরুল ইসলাম বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাহরাইন সরকার কর্তৃক গৃহীত বহুমুখী উদ্যোগ পাশাপাশি সাধারণ ক্ষমাসহ সরকারের গৃহীত মানবিক পদক্ষেপ সমূহের ভূয়সী প্রশংসা করেন। মান্যবর রাষ্ট্রদূত বাহরাইনে বসবাসরত অবশিষ্ট অবৈধ বাংলাদেশি অভিবাসী কর্মীদের বৈধ হতে সুযোগ দেয়ার অনুরোধ জানান। মান্যবর রাষ্ট্রদূত করোনা মহামারী পরিস্থিতিতে ফ্লাইট স্থগিতের কারণে ছুটিতে থাকা অবস্থায় ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য অনুকূল সিদ্ধান্তের অনুরোধ জানান। এলএমআরএ (LMRA)-এর সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাষ্ট্রদূতকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com