কলকাতার এক ভবঘুরে বেহালা বাদক এর হাতে উপহার তুলে দিলেন নগরপাল শ্রী সৌমেন মিত্র। কিছুদিন হল কোভিড করোনা ভাইরাস যখন যমের মতো থাবা বসিয়েছিল সারা দেশে। ঠিক তখনই কলকাতার রাজপথে এক ভবঘুরে বেহালা বাদক নিজের সুরে বেহালা বাজিয়ে আনন্দ দিত কলকাতার মানুষজনের। সেই খবর ছড়িয়ে পড়তে ঔ ভবঘুরে বেহালা বাদক এর খোঁজ খবর নেন টলিউড পাড়ার শিল্পী ও কলাকুশলীরা। অভিনেতা সুনম, দেব, প্রসেনজিৎ, রূপম সহ বিভিন্ন চলচ্চিত্র জগতের অভিনেতা ও কলাকুশলীরা। এবং বেহালা বাদক ভবঘুরে যখন রাস্তা দিয়ে বেহালা বাজিয়ে আনন্দ দিত তখন কলকাতা পুলিশের কর্মকতা মুগ্ধ হতেন। কিন্তু করোনা ভাইরাস জন্য যখন লকডাউন চলছে তখন বেহালা বাজিয়ে আনন্দ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কিছু সাহায্য নিত। এই খবর ছড়িয়ে পড়তে কলকাতা পুলিশের কর্মকতা ও একটি এন জি ও আগিয়ে আসে সাহায্য করতে। তাকে সবরকম এর সাহায্যে করে কলকাতা পুলিশ। এই খবর টি যায় কলকাতা পুলিশ এর নগরপাল শ্রী সৌমেন মিত্র আই পি এস কাছে তখন ঔ ভবঘুরে বেহালা বাদক শ্রী ভগবান মোদক কে সম্বর্ধনা জানান কলকাতা পুলিশ এর পক্ষ থেকে। এবং তাকে আর্থিক সাহায্য করেন। এই বেহালা বাদক সারাদিন ধরে বেহালা বাজিয়ে আনন্দ দিত রাতে কলকাতার ফুটপাতে আশ্রয় নিয়ে থাকতেন।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com