প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২১, ৬:৪১ এ.এম
নারায়ণগঞ্জে মসজিদের অজুখানায় শতাধিক অস্ত্র মজুত, যুবক গ্রেফতার।।মানুষের কল্যাণে প্রতিদিন
মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার একটি মসজিদের অজুখানার ছাদ থেকে শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাওছার হোসেন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকার মসজিদের অজুখানার ছাদ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে রামদা, ছেনি, সামুরাই, চাপাতি ও চাইনিজ কুড়াল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও জমি কেনাবেচার দালালির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামের লোকজনের সঙ্গে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির লোকজনের বিরোধ চলছিল।
এরই মধ্যে কয়েক দফায় সংঘর্ষ ও একাধিক হামলা-মামলার ঘটনাও ঘটেছে। গত কয়েক দিন দুই পক্ষের লোকজন এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পালাক্রমে মহড়া দেয়। মঙ্গলবার বিকালে দুই পক্ষের লোকজন অস্ত্রের মহড়া দিতে নেমে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচজন আহত হন। অস্ত্রের মহড়ায় জড়িত থাকার অভিযোগে রাতেই কাওছার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, স্থানীয় প্রভাবশালী দুই রাজনৈতিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এরই ধারাবাহিকতায় মহড়া দেওয়ার জন্য অস্ত্রগুলো মসজিদের অজুখানার ছাদে মজুত করে এক পক্ষের লোকজন। এ ঘটনায় কাওছার হোসেনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব অস্ত্রের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com