প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২১, ৩:৪৭ পি.এম
করোনায় সাতক্ষীরায় ১৪ জনের মৃত্যু, পরীক্ষায় পজিটিভ ৫৫ শতাংশ, কালিগঞ্জে আক্রান্ত সংখ্যা বেশী
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(১ লা জুলাই) সকাল এপর্যন্ত রেকর্ড সংখ্যক ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে অক্সিজেন সংকটে, এমন অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। এদের চারজন ছিলেন করোনা পজিটিভ। অন্যরা মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। গত বুধবার(৩০ জুন) বিকালে সাতক্ষীরা মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেনের প্রেসার হঠাৎ কমে আসতে থাকে। সেই সংকট মূহুর্তের পর পরই আইসিইউতে দুইজন, সিসিইউতে দুইজন এবং সাধারন ওয়ার্ডে আরও ৪জনসহ আট জনের মৃত্যু হয়। রোগীদের স্বজনরা বলেন অক্সিজেন সংকটে এসব রোগী মারা গেছেন। রাত ৮টার দিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হয়। এর আগে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও সাত জনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুইজন ছিল করোনা পজিটিভ। অন্যরা করোনা উপসর্গে মারা গেছেন। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত এপ্রতিনিধিকে জানান, সেন্ট্রাল অক্সিজেনে প্রেসার কমে গেলেও অক্সিজেন সংকটে সাতক্ষীরায় কেউ মারা যায়নি। এ সময় চারজন করোনা পজিটিভ রোগীর অবস্থা খুবই সংকটজনক ছিল দাবি করে তিনি বলেন তারা ছিলেন সিসিইউ ও আইসিউতে। তিনি আরও বলেন সাতক্ষীরা মেডিকেলে ৭৬ টি বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রয়েছে। সংকট দেখা দিলেই তা স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ করে থাকে। এদিকে এখন পর্যন্ত ২'শ৭৫ জন রোগী মেডিকেলে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ২৬ জন। অন্যরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় ৯৫ জনের নমুনা পরিক্ষা করে ৫২ জনের করেনা পজিটিভ পাওয়া গেছে। শতাংশের হিসাবে তা দাঁড়ায় ৫৫ শতাংশ। অপরদিকে সরকারী হিসাবের বাহিরে করোনা আক্রান্তের সংখ্যা অনেকাংশে বেশি। জেলার মধ্যে কালিগঞ্জ উপজেলায় মহামারী করোনা আক্রান্তের সংখ্যা বেশি। করোনা উপসর্গে দিনাতিপাত করছেন অনেকে।কালিগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন। ক্লিনিক বা বেসরকারী সেবালয়গুলো এগিয়ে আসছেনা, করোনা প্রতিরোধে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন থাকলেও তারা কর্তাব্যাক্তিদের খুশির জন্যে ফটোশেসনে ভাল কাজ করছেন বলে অভিযোগ করেছেন সচেতন মহল। তবে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস" নামে স্বেচাছাসেবী সংগঠনটি ইতিমধ্যে করোনা কিংবা করোনা উপসর্গে আক্রান্ত মুমূর্ষ রোগীদের প্রাথমিক অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com