প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২১, ৩:৫৯ পি.এম
পটুয়াখালী বাদুরা বাজারের লকডাউনের চিএ।।মানুষের কল্যাণে প্রতিদিন এ
পটুয়াখালী জেলা প্রতিনিধি :-মোঃ শামীম আহমেদ।
আজ ১লা জুলাই রোজ বৃহস্পতিবার পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাদুরা বাজার এটি একটি সাপ্তাহিক বাজার যা প্রতি বৃহস্পতিবার সারাদিন বসে। উক্ত সাপ্তাহিক বাজার পটুয়াখালী সদর উপজেলা,আমতলী সদর উপজেলা ও গলাচিপা উপজেলার মধ্যেবর্তী যায়গায় অবস্থান।এই বাজারে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার পাচ থেকে সাতটি ইউনিয়নের মানুষ বাজারজাত করেন।
এখানে সকালবেলা কাচা বাজার,মাছের বাজার,ছাগলের হাট সহ নানা দরকারি বাজার বসে এবং বিকালবেলা গরুর হাট বসে। এখানে কয়েক হাজার জনগণ ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে বাজার করে।
কিন্তুু সারা বাংলাদেশে যখনই করোনায় প্রতিদিন আক্রান্ত হয়ে গড়ে একশত জনগণ মারা যাচ্ছে। সেই করোনা প্রতিরোধে বতর্মান সরকার সারা বাংলাদেশে কঠোরভাবে লক ডাউন ঘোষণা করেছে সেখানে জনগণের কোন সারা নেই এবং নেই কোন মাক্স ব্যাবহার নেই কোন দুরক্ত বজায়। নেই কোন সচেতনতা।
এই সচেতনতা না মেনে আমাদের দেশে প্রতিদিন হারাচ্ছি আপনজন হারাচ্ছি এদেশের জ্ঞানীগুনী জনকে। আজ ১লা জুলাই থেকে ৭ই জুলাই পযর্ন্ত কঠোরভাবে লকডাউনের ঘোষণা দিয়েছেন সেখানে আজ বাদুরা বাজারে হাজার হাজার জনগণ কোন নিষেধাজ্ঞা অমান্য করে চলিতেছে করোনা আনাগোনার প্রতিযোগিতা। তাই উক্ত বিষয়টি সরকারের উপরঅস্হো কর্মকর্তার দৃষ্টি আর্কশন করছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com