পুরাতন দুদক অফিসের নিচে বসতবাড়ির চলাচলের খাস রাস্তার জায়গা দখল করে প্রতিবাদ করতে গেলে মারধোরের শিকার হয় ।মোঃ মজিবুর রহমান ও মোঃ স্বপন (দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা কে)- বলেন যে
আবদুল মালেক, এবং তার পুত্র মোঃ রসুল সহ তার সঙ্গীরা তাদের চলাচলের রাস্তা দখল করে বেড়া দেন ।
তখন মোঃ মজিবুর রহমান জিগ্গেস করতে গেলে দলবল নিয়ে তার উপরে হামলা চালায় তাকে উদ্ধার করতে তার ভাই মোঃ স্বপন এগিয়ে গেলে আবদুল মালেক ও তার ছেলে মোঃ রসুল দলবল নিয়ে তাকে কে ঘিরে বেদম মারধর করে ।
-মোঃ রসুলের হাতে থাকা দাঁড়ালো দা দিয়ে মাথায় কোপ দেন স্বপন আতরক্ষা করতে বাম হাত এগিয়ে দিলে বাম হাতের বাহুতে কোপ লেগে প্রচুর রক্তক্ষরণ হয় ও পেটে আঘাত করে এবং মজিবুর রহমান কে লোহার রড দ্বারা জখম করে রক্তাক্ত করে রসুলের সাথে থাকা সঙ্গীরা মজিবুর রহমানের মাকে মাথায় আঘাত করে পোলা জখম করে।পরবর্তীতে আসেপাশে লোকজন জড়ো হলে ঘটনাস্থল থেকে প্রত্যক্ষ দোষীরা পালিয়ে যায়।তখন ঘটনাস্থান থেকে উদ্ধার করে স্বপন , মজিবুর ও তার মাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায় এবং কতোয়ালি থানা একটি মামলা দায়ের করেন।তারপরেও কান্ত হয়নি আবদুল মালেকর পরিবার দুই দিন পার ,হতে না হতেই ফের হামলা
মোঃ স্বপন বলেন যে
সন্ধ্যায় বাড়ি থেকে বড় ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে অন্ধকারে অবস্থান করা মোঃ রসুলের দলবল তাকে মারার জন্য দাওয়া করে ,
সে কোন রকম জীবন নিয়ে পালিয়ে আসে ।
তাৎক্ষনিক তাদের জীবনের অনিরাপদ বোধ করে
থানায় এসে বিস্তারিত খুলে বলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে
রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ,কোতয়ালী থানার মামলা নং- ০২, তারিখ- ০২/০৭/২০২১ইং এর এজাহার নামীয় আসামীদ্বয়কে রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পুরানো দুদক ভবনের পিছনে, অফিসার্স কলোনীস্থ আসামীর বসতঘর হইতে গ্রেফতার করেন।
কোতোয়ালী থানার ওসি মোঃ কবির হোসেন
জানান যে জায়গায় জমি নিয়ে বিরোধে থাকতে পারে।
কিন্তু মারামারি সন্ত্রাসী হামলা কোনো ভাবেই ব্রদার্স করা যাবে না ।কয়েকদিন আগে রিজার্ভ বাজার মহসিন কলোনি
জায়গার বিরোধ নিয়ে একজন খুন হয় ।
জায়গার বিরোধ হলে আইনের আশ্রয় নিয়ে সমঝোতা ও মিমাংসা করতে হবে,কেউ আইনের উর্ধ্বে নয় ।
এবং অন্যায় অপরাধ করে কেউ ছাড়া পাবেন না
শাস্তি ভোগ করতে হবে।