প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২১, ৮:১৪ এ.এম
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক করোনায় আক্রান্ত।।মানুষের কল্যাণে প্রতিদিন
পটুয়াখালী সদরের বক্ষব্যাধি হাসপাতালের নিজস্ব সূত্রে জানা গেছে যে, রেপিড অ্যান্টিজেনট টেস্টে তত্ত্বাবধায়ক ডা: আব্দুল মতিন তিনি করোনা পজিটিভে শনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি পটুয়াখালীতে আইসোলেশনে রয়েছেন।
তাছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: লোকমান হাকিম বিষয়টি সঠিক বলিয়া নিশ্চিত করেছেন।
এদিকে পটুয়াখালী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে যে, পটুয়াখালীতে জুলাই মাসে গত দুই দিনে করোনায় আক্রান্ত ছিল মোট ২৮ জন। এবং মৃত্যুর সংখ্যা ছিল ১ জন। তাছাড়া পটুয়াখালীতে করোনায় আক্রান্তদের মধ্যে ১লা জুলাই সংখ্যা ছিল ১৮ জন এবং ২রা জুলাই সংখ্যা ছিল ১০ জন।
তাছাড়া কলাপাড়া উপজেলা হাসপাতালে গতকাল ২ জুলাই রেপিড এন্টিজেন্ট টেস্টে ৬ জনের নমুনা সংগ্রহ করা হলে ৬ জনই করোনা পজেটিভ সনাক্ত হন। এ নিয়ে পটুয়াখালী জেলায় মোট আক্রান্ত সংখ্যা ছিল মোট ২৫১৩ জন এবং মৃতের সংখ্যা ছিল মোট ৫৮ জন ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com