প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালার আওতায় পারিবারিক ভিত্তিতে এদেশে বৈধভাবে বসবাসের সুবিধা গ্রহণ করাকে নিন্দা করলেও এ সপ্তাহে আমেরিকার ফার্স্ট লেডী মেলেনিয়া ট্রাম্পের বাবা-মা যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে শপথ গ্রহণ করেছেন।
নিউ ইয়র্ক টাইমস অভিবাসন আইনজীবী ভিক্টোর এবং আমালিজা কেনাভসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের আত্মীয়দের নাগরিকত্ব পাওয়ার জন্য যে ষ্পনসার করতে পারে সেই কর্মসূচীয় আওতায় স্লোভেনিয়ার ঐ দম্পতি তাদের কন্যার মাধমেই আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। আমেরিকা ১৯৬৫ সাল থেকে এই পারিবারিক অভিবাসন আইন বহাল রয়েছে। প্রেসিডেন্ট এর বিরুদ্ধে বেশ সোচ্চার এবং এই আইনকে “চেইন মাইগ্রেশন” বলে উল্লেখ করে বলেন “এভাবেই আমেরিকায় সন্ত্রাসী ঢোকার সুযোগ হবে”। ২০১৭সালের অক্টোবর মাসে নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পর তিনি এক টুইট বার্তায় “চেইন মাইগ্রেশন অবশ্যই বন্ধ করা উচিত বলে উল্লেখ করেন। কিছু লোক এদেশের এসে তাদের পুরো পরিবারকে নিয়ে আসে আর যারা প্রকৃত পক্ষেই ইভল।”
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com