প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২১, ১০:৩৩ এ.এম
রাজশাহীতে করোনায় মৃত্যুর মিছিল আরও ১৮ জনের মৃত্যু।।মানুষের কল্যাণে প্রতিদিন
মোঃ লিয়াকত হোসেনঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (০৪ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (০৫ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।
মৃত ১৮ জনের মধ্যে ১২ জন করোনা পজিটিভ হয়ে অন্য ০৫ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। অপর ১জনের মৃত্যু হয়েছে করোনা নেগেটিভ হওয়ার পর।
এ তথ্য নিশ্চিত করেছেন, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী।
রামেক পরিচালক বলেন, করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন , চাঁপাইনবাবগঞ্জের ১জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৪ জন, কুষ্টিয়া ও পাবনার ১ জন করে।
রামেক হাসপাতালটিতে গত পাঁচ দিনে ৮২ জনের মৃত্যু হলো।জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে ৬৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৯৫ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪০৫টি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com