প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২১, ১১:৩৯ পি.এম
ভূমিধ্বস ৬ দোকান চুরমার।।মানুষের কল্যাণে প্রতিদিন
মোঃ আবু তৈয়ব: ভূমিধস! রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ শহীদ আবদুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজের পাশে, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে পাঁচটি দোকান ধ্বসে প্রায় ত্রিশ ফুট নিচে চলে যায়
ক্ষতিগ্রস্থ দোকানদাররা হলেন- মো. মামুন, সুভাস দে, মো. হেলাল, মো. সেলিম, মো. হারুন এবং তোতা মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শহরের রিজার্ভবাজার এলাকায় কাপ্তাই হ্রদের পারে গড়ে উঠা ছয়টি দোকান হঠাৎ করে ধ্বসে পড়ে। সরকারি লকডাউন থাকার কারণে দোকানে কেউ না থাকায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। তবে ব্যাপক ব্যবসায়ীক মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
দোকানদার মো. মামুন অভিযোগ করে বলেন, কাপ্তাই হ্রদের পারে নির্মিত রাঙামাটি জেলা পরিষদের কমিউনিটি সেন্টার ভবন এর জন্য বেইজ করার সময় দোকানের পাশ থেকে মাটি সরে গেলে দোকানগুলো ধ্বসে পড়ে।
রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম বলেন, আমরা বলে আসছি ঝুঁকিপূর্ণ স্থানে কেউ যেন ঘর-বাড়ি, দোকান তৈরি না করে। মানুষ তারপরও ঘর-বাড়ি, দোকান নির্মাণ করছে। যা খুবুই দু:জনক। যে কারনে এ ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটছে।
এদিকে ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রাঙামাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা উপমাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এবং সামাজিক সংগঠনের নেতা মুহাম্মদ মাসুদ রানা রুবেল বলেন !
প্রাকৃতিক দুর্যোগে আমরা সব সময় কাজ করছি
বর্তমানে নিয়মিত বৃষ্টি হচ্ছে, যদি দ্রুত কাজ করা না হয়, তাহলে রাস্তাসহ ভেঙ্গে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে । তিনি আরও বলেন
এই রাস্তাটি রাঙামাটি উপজেলা গুলোর খাদ্য সরবরাহ এবং লঞ্চঘাটের মূল সড়ক।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com