প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২১, ১:৩৩ এ.এম
সরকারের নির্দেশনা উপেক্ষা করে পিকনিকে আছেন মথুরেশপুর চেয়ারম্যান
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মহামারী করোনা সংক্রমণের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে রাতের আধারে পিকনিকের আয়োজন করেছেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন। ৫ জুলাই সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাড়দ্দাহ মোড়ে ব্যাপক জনসমাগম করে পিকনিকের আয়োজন করা হয়। মহামারী পরিস্থিতিতে চেয়ারম্যান মিজানুর রহমান গাইন সবাইকে ঘরে থাকতে বলে নিজেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শতশত লোকজন নিয়ে পিকনিকের আয়োজন করেছেন। করোনাকালীন সময়ে একজন জনপ্রতিনিধির নেতৃত্বে হীন পিকনিকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ভাইরাল হয়। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শিক্ষক ও এলাকার সচেতন জনগন এ প্রতিনিধিকে জানিয়েছেন, সন্ধ্যা থেকে ধুমধামে আয়োজন করা পিকনিকের যাবতীয় খরচ চেয়ারম্যান নিজে বহন করেছেন। ছবিতে দেখা যায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে ভুরিভোজের সময় গায়ে গায়ে বসে আছে সবাই। বর্তমান পরিস্থিতিতে শত শত লোক সমাগম করে চেয়ারম্যান মিজানুর রহমানের পিকনিক কোনােভাবেই মেনে নিতে পারছে না সচেতন মহল। পিকনিকের বিষয়টি সম্পর্কে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের নিকট হঠাৎ পিকনিকের কারণ জানার জন্য তার ব্যবহৃত ০১৭৩০৯৮৬৯২৩ নম্বরে রিং দিলে মোবাইল বন্ধ থাকার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com