আজ পশ্চিম বাংলার তৃনমূল সংসদের মান্যতা না দিয়ে, আট রাজ্যের রাজ্যপাল বদল করলেন ভারতের রাষ্ট্রপতি। আজ কেন্দ্রীয় সরকার এর ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুমোদন নিয়ে ভারতের মোট আটটি রাজ্যের রাজ্যপাল বদল করলেন ভারতের রাস্ট্রপতি শ্রী রামধন গোবিন্দ। তিনি কেন্দ্রীয় সরকার এর অনুমোদন নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আটটি রাজ্যের রাজ্যপাল বদল করলেন। তার মধ্যে কেন্দ্রীয় সরকার এর সমাজ কল্যাণ দপ্তর এর মন্ত্রী শ্রী থাওয়ারচাদ গহলৌত কে করা হয়েছে কর্নাটকের রাজ্যপাল। এবং ভারতের পূর্ব রাজ্যে মিজোরাম রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে শ্রী হরি কাম্ভামপতি কে। আর মিজোরাম রাজ্যের রাজ্যপাল শ্রী পি এস শ্রীধরন পিল্লাই গেলেন গোয়ার রাজ্যপাল হিসাবে। এছাড়া হরিয়ানার রাজ্যপাল শ্রী সত্যদেব নারায়ণ আর্য কে পাঠানো হয় ত্রিপুরার রাজ্যপাল করে। এবং ত্রিপুরার রাজ্যপাল শ্রী রমেশ ব্যাসকে পাঠানো হয় ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করে। এবং ভারতের হিমাচল প্রদেশের গভর্নর হিসেবে পাঠানো হয়েছে শ্রী বিশ্বনাথ আলেকর কে। আর হরিয়ানা রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে শ্রী বন্দারু দওয়ে কে। আর ভারতের মধ্য প্রদেশ রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হয়েছে শ্রী মঙ্গুভাই ছুগনভাই প্যাটেল কে। তবে দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়ের পরিবর্তন চেয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দরবার করেছেন ভারতের রাষ্ট্রপতির কাছে। কারণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছে না। অনেক ক্ষেত্রে পশ্চিম বাংলার সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন। কখনো সরকার বিরুদ্ধে সমলোচনা করেছেন গনমাধ্যম এর কাছে। কখনো পশ্চিম বাংলা সরকার এর আমলা ও পুলিশের কাজকর্ম নিয়ে কড়া ভাষায় সমলোচনা করেছেন। তাই তার বিরুদ্ধে পশ্চিম বাংলা সরকার ইমপিচ আনেন এবং পশ্চিম বাংলা সরকার ও তৃনমূল সংসদের এক প্রতিনিধি দলের সদস্য হয়ে দলের সংসদ সদস্য শ্রী সুখেন্দু শেখর রায় ও তৃনমূল দলের সংসদ সদস্যা শ্রীমতী মহুয়া মৈত্র ভারতের রাষ্ট্রপতির কাছে পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়ের পরিবর্তন চেয়ে দরবার করেছেন। কিন্তু সব দাবি ও আবেদন কে মান্যতা না দিয়ে পশ্চিম বাংলার রাজ্যপাল কে পরিবর্তন না করে বাকি আটটি রাজ্যের রাজ্যপাল পরিবর্তন করলেন ভারতের রাষ্ট্রপতির। তবে এই যাত্রায় পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়ের টিকি কেউ ছিড়তে পারলোনা এটাই বলাবাহুল্য বিরোধী রাজনৈতিক দলের কাছে।। ভারতের কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com