আসল নকল
।।আবুল হাসান বেলাল।।
চোখ সবার এক রকম,দেখে কিন্তু দুই রকম।
জ্ঞানীগুণী অনেক আছে,দায়িত্বশীল ক'জন আছে ?
ভূলে সবার নজর কাড়ে,আসল জিনিস নাহি খোঁজে।
সবাই শুধু পেতে চায়,কিছু নাহি দিতে চায় !
জনেক খেতে পনেক লাগে,এই কথা কার ভাল লাগে ?
ইচ্ছে আছে উপায় নাই,কোনো কিছু করার নাই।
আসল নকলের ছড়াছড়ি,নকলের মাঝে আসল খুঁজি।
মিষ্টি মিষ্টি কথা শুনি,আমোদে আহ্লাদে হেলে পড়ি,
খাটিঁ সোনা সরিয়ে দিয়ে,ভেজালকে আলিঙ্গন করি।
নিজের ঢাক নিজেই পিটাই,অন্যের মাথায় দোষ চাপাই।
মিথ্যে যখন সাজিয়ে বলি,সবাই দেয় বাহবা তালি।
সত্য যখন বলতে শুনি,মুখ কালো আর বেজার দেখি।
বড় বড় পদ চাই, চার পয়সার মুরোদ নাই।
জ্ঞানীগুণী মানুষগুলো জায়গা পায়না বসার জন্য।
ওমরা-চোমড়া আগাছা-পরগাছা,এরাই এখন দেশ বরেণ্য।
কার ভিতরে কি আছে,বোঝা যায়না বাহির থেকে।
মুখ চিনে খাদিম দেওয়া, এখন সবাই শিখে গেছে।
তেলবাজ আর সহমত ভাইতে,ভরে গেছে দেশটাতে।
টনে টনে তেলের ব্যারেল পাওয়া যাবে তাদের কাছে।
আবুল হাসান বেলাল
সম্পাদক,
প্রশিক্ষণ,তথ্য এবং গবেষণা বিভাগ
বিএমএসএফ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,ঢাকা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com