প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২১, ৩:৪১ পি.এম
সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে কাঁচপুরে বিক্ষোভ।।মানুষের কল্যাণে প্রতিদিন
মাজহারুল রাসেল : তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ঢাকা- চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সিনহা গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। পরে উত্তেজিত শ্রমিকরা ঢাকা - চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাসড়কে কয়েক শ’ মালবাহী যানবাহন ও প্রাইভেটকার আটকা পড়ে। ফলে সেতুর দুপাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
তাদের দাবি, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের কর্তৃপক্ষ গত তিন মাস তাদের বেতন-ভাতা পরিশোধ করেনি। বর্তমানে কারখানাটি বন্ধ আছে। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও তারা তা করেনই। এ কারণে তারা মহাসড়কে নেমেছেন।
নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দুটি মহাসড়ক অবরোধ করেছে। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গার্মেন্টস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অবরোধ সরানোর চেষ্টা করছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com