প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২১, ১:৪৬ পি.এম
রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু ।।মানুষের কল্যাণে প্রতিদিন
মোঃ লিয়াকত হোসেনঃ রাজশাহীতে কিছুতেই থামছে না করোনার মৃত্যুর মিছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১১ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। মৃত ১৯ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১১ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী।
রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ৯, নাটোরের ৬, পাবনা ১, নওগাঁ ২ ও কুষ্টিয়ার একজন আছেন।
করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫১৮ জন।
এছাড়াও গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com