প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২১, ৩:৫৮ পি.এম
নারায়ণগঞ্জে সাড়ে ৫১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৯।।মানুষের কল্যাণে প্রতিদিন
মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বিষনন্দী ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছে র্যাব-১১। অভিযানে সাড়ে ৫১ কেজি গাঁজাসহ ০৯ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মৃত মোঃ দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ দুলাল হোসেন (৪০), পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরকাজল এলাকার মোঃ হারুন এর ছেলে মোঃ আরিফ (৩০), শেরপুর জেলার শ্রীবরদী থানার লঙ্গরপাড়া মাদারপুর এলাকার আঃ করিম এর ছেলে মোঃ আলম (২২), মাদারপুর এলাকার মোঃ আনছার আলী মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া (৩০), মাদারপুর এলাকার মোঃ সুন্দর আলীর ছেলে মোঃ আলম (২০), ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল থানার মোঃ আবুল কাশেম এর স্ত্রী মোছাঃ রোজি বেগম (৩০), ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার তারাকান্দি এলাকার মোঃ রতন এর মেয়ে মোছাঃ হাসি আক্তার ফুর্সি (২৭), শ্রীবরদী থানাধীন মাদারপুর এলাকার সুন্দর মিয়ার স্ত্রী মোছাঃ ঝরনা বেগম (৫০) , মাদারপুর এলাকার মোঃ সুজনের মেয়ে সুজেতা খাতুন (৪০)। গত ১২ জুলাই বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ( ১৩ জুলাই) র্যাব ১১ – এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে ।
র্যাব জানিয়েছে , গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে স্কুল ও বাজারের ব্যাগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com