প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২১, ৮:৩৮ পি.এম
সাতক্ষীরার কালিগঞ্জে গৃহহীনদের ঘর পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক
হাফিজুর রহমান শিমুলঃ মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গৃহহীনদের জন্য নির্মিত ও র্নির্মানাধীন ঘর পরিদর্শন করলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।মঙ্গলবার (১৩ জুলাই)বিকাল ৪ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভুমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ও নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করেন তিনি।ঘর পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের সাথে কথা বলেন এবং ঘর নির্মানের বিষয়ে খোঁজ খবর নেন। ঘর নির্মানের বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা সেটা তিনি প্রত্যেকের নিকট জিঙ্গাসা করেন। পরিদর্শনে তিনি এসব ঘরের নির্মাণ ও গুণগত মান অনুমোদিত ডিজাইন এবং প্রাক্কলন অনুযায়ী সব ঘর নির্মাণ হয়েছে কিনা সেটি দেখেন।পরিদর্শন শেষে ঘরগুলোর নির্মান কাজের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্হিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় প্রমুখ।ঘর পরিদর্শন শেষে নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুঃস্থদের মাঝে ত্রান বিতরন করেন জেলা প্রশাসক। এছাড়া উপজেলার বিভিন্ন স্হানে জনগনের মাঝে মাস্ক বিতরন করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com