প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২১, ৮:৫০ পি.এম
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর করুণ মৃত্যু!
হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের পল্লীতে ব্যালেন্ডারে মসলা গুড়া করার সময় মাজেদা খাতুন (৩২) নামের এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার নলতা গ্রামে ঘটেছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত মাজিদা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। সে নলতা শরীফ গ্রামের আবু মুসার পুত্র হাবিবুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিল। ঘটনাটি মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় নলতা শরীফ গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে। স্থানী গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সেলিম রেজাসহ সঙ্গীয় ফোর্স বেলা ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় ১টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের স্বামী আশরাফুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, সকালে তার স্ত্রী এক সন্তানের জননী মাজেদা খাতুন ব্লেন্ডারে মসলা গুড়া করার সময় বন্ধ হয়ে গেলে ভেতরের পাখায় হাত দিলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com