আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের হট লাইনে ফোন দিলেই করোনা আক্রান্তের কাছে পৌঁছে দেওয়া হবে বিনামূল্যে অক্সিজেন।
বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের বড়বাজার সড়কস্থ জেলা ছাত্রলীগের কার্যালয়ে এই ফ্রী অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন কালে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান একথা বলেন।
তিনি বলেন জেলা ছাত্রলীগের উদ্যোগে ও বাগেরহাট ২ আসনের সংসদ শেখ শারহান নাসের তন্ময় এর সার্বিক সহযোগিতায় করোনা আক্রান্তদের জন্য এই ফ্রী শেখ রাসেল অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করা হয়েছে।
এসময়,সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, সহ- সভাপতি অর্ণব সাঈদ সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন কালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন বলেন, করোনা মহামারীর এই সময়ে জেলার করোনা আক্রান্তদের জন্য এই ফ্রী অক্সিজেন সেবা চালু করা হয়েছে। আমাদের এই শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের হটলান - ০১৭৫৬৫৮১৮৯৯ ও ০১৭৬৫৫৫০৫৫৯ নাম্বারে ফোন দিলে করোনা আক্রান্তের কাছে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন। ------
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com