প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২১, ৬:২৮ পি.এম
অতি:পুলিশ সুপার মোঃ আহসান হাবিব করোনায় মৃত্যু।।মানুষের কল্যাণে প্রতিদিন
মোঃ আবু তৈয়ব: করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখ যোদ্ধা অতিঃ পুলিশ সুপার মোঃ আহসান হাবিব(৩২)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
জনাব আহসান হাবিব রাঙ্গামাটি জেলার ০১ নং আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে তিনি গত ৩০ জুন, ২০২১ থেকে স্বস্ত্রীক রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটলে গত ০৬ জুলাই, ২০২১ খ্রী আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ০০ঃ৩০ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোঃ আহসান হাবিব ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন।
তাঁর বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতা, মাতা, ৫ ভাই ও ২ বোন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com