মোঃ সোহাগ হোসেন রাজ:অদ্য সকাল ১০:০০সাতক্ষীরার দেবহাটা উপজেলার ০৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে মোট ০৬টি ওয়ার্ডে ৩,৬৩২ (প্রায়) পরিবারে চাউল বিতরণ করা হয়।০১ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য- মোঃ আবুল কাশেম-৬৫৭টি পরিবার,০২ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য-মোঃ কাশেম সরদার-৫৫০ (পুরুষ), এবং ১৮৭টি (মহিলা) পরিবার,০৩ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য-মোঃ নুরুজ্জামান সরদার-৬০০ টি পরিবার,
০৪ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য-মোঃ মিজানুর রহমান-৪৩৫ টি পরিবার,০৫ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য-মোঃ আসমাতুল্লাহ-৬৬২ টি পরিবার,০৬ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য-মোঃ আকবর আলী গাজী-৫৪১ পরিবার,দশ কেজি (১০) পরিমাণে চাউল বিতরণ করেন।
০৪ নং ওয়ার্ডের সদস্য মোঃমিজানুর রহমান, তার ওয়ার্ডে কিছু বস্তায় চাউল কম থাকার অভিযোগ জানান।
এছাড়া অত্র অঞ্চলের মানুষ অনেক সুশৃংখল ও দূরত্ব বজায় রেখে, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সহজে চাউল গ্রহন করেন। এবং (ভি জি এফ) এর মাধ্যমে সাধারন জনগন এই করোনাকালীন দুঃসময়ে এতগুলো চাউল পাওয়ার তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানায়।ভি জি এফ একটি মানবিক সহায়তা কর্মসূচী, যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com