প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২১, ১:০৪ পি.এম
করোনা রোগীর অক্সিজেন সিলিন্ডার পৌছে দিল টিম কোতোয়ালী
মোঃ নোমান: জনৈক আসিফ ইকবাল (৩৬) কোতোয়ালী থানায় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম এর নিকট মোবাইলে জানান যে, তাদের পরিবারে তিনি, তার মা মোছাঃ খাদিজা বেগম (৫০) ও তার পিতা মোঃ সুলতান মিয়া (৬০) তিনজনেই করোনা রোগে আক্রান্ত এবং তারা মা শ্বাসকষ্টে ভুগছেন। তাদের জরুরী ভিত্তিতে একটি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন।
বিষয়টি জানামাত্রই কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম এর নির্দেশে এএসআই/মোঃ বেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ জনৈক আসিফ ইকবাল (৩৬) এর বাসায় অক্সিজেন পৌছে দেয়।
বর্তমানে করোনাকালীন সময়ে ও ঈদ-উল আযহার ছুটি উপলক্ষে ভুক্তভোগী ও তার পরিবার জরুরী প্রয়োজনে তাৎক্ষণিকভাবে অক্সিজেন জোগার করতে না পারায় সহায়তার জন্য কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নিকট ফোন করেন।
উল্লেখ্য যে করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে বন্দর নগরীর জনসাধারণের প্রয়োজন বিবেচনায় সিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশে সকল থানা থেকে একযোগে অক্সিজেন ব্যাংক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরীর জনসাধারণকে অক্সিজেনের জরুরি প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ প্রদান করা হল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com