ভারতের কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। বেশ কিছুদিন ধরে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে জীবন তলা থানার অন্তর্গত ঘুটিয়াশরিফ লাগোয়া এলাকায় বিভিন্ন যায়গায় মাদকের ব্যাবসা রমরমিয়ে চলছিল। মাঝে মাঝে বারুইপুর জেলা পুলিশ হানা দেয়। কিন্তু চ্যাঙ্ ও পুচকে ধরা পড়লেও, রাঘববোয়ালরা ধরে পড়ে না সহজে। তাই আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশ অধীনে জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়াশরিফ ফাড়ি লাগোয়া এলাকায় অতর্কিত হানা দিয়ে এক হিরোইন কারবারি সাইমা বিবি কে গ্রেপ্তার করে ঘুটিয়াশরিফ ফাড়ির পুলিশ অফিসার জনাব ফারুক আহমেদ জমাদারের নেতৃত্বে গঠিত একটি টিম। ধৃত বামাল মহিলা হিরোইন কারবারি সাইমা বিবির কাছ থেকে পাওয়া যায়, ২৬০,গ্রাম, হিরোইন। যায় বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। ধৃত বামাল মহিলা হিরোইন কারবারি সাইমা বিবি কে জিগাসাবাদ করে জানতে চাইছে তার সাথে কাদের যোগাযোগ আছে। সেই সঙ্গে তাঁর সঙ্গে অন্ত রাজ্য কোন হিরোইন কারবারি সাথে যোগাযোগ আছে কি না। সেই সঙ্গে তাঁর সঙ্গে কোনো আন্তর্জাতিক হিরোইন কারবারিদের যোগাযোগ আছে কি না। এই হিরোইন লিঙ্গ ম্যান কে ধরার জন্য তৎপরতা শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ। এর আগে বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী ভৈরব রেওয়ারী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের দক্ষ পুলিশ অফিসার এস ও জি গোয়েন্দা সংস্থার প্রধান শ্রী লক্ষী রতন বিশ্বাস এবং বারুইপুর জেলা পুলিশের মহিলা পুলিশ এর আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু ও বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায় ও দক্ষ পুলিশ অফিসার শ্রী দিপন্কর বাবু এবং বারুইপুর জেলা পুলিশের দক্ষ পুলিশ অফিসার শ্রী প্রবির পালের নেতৃত্বে ব্যাপক অভিযান চালিয়ে গাজা ও হিরোইন এবং চুরির মাল এবং মহিলা প্রচারকারী কে গ্রেপ্তার করা হয়। এবং বহু যায়গায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। এবং বহু ডাকাতির চেষ্টা বানচাল করে দিয়েছে। এবং চুরি ও ডাকাতি করার আগ্নেয় অস্ত্র হাতে নাতে ধরে ফেলেছে। বারুইপুর জেলা পুলিশ অপরাধ মুক্ত জেলা তৈরি করতে যথাযথ চেষ্টা করে যাচ্ছে।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com