আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরা শহরের কুখরালীতে জমি দখলে ব্যর্থ হয়ে দৈনিক মহাসময় প্রত্রিকার জেলা প্রতিনিধি ও ফটো সাংবাদিক শহীদুজ্জামান শিমুল ও তার পিতা কে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ৮টায় সাতক্ষীরা পৌর শহরের কুখরালী আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুখরালী আমতলার বাসিন্দা আব্দুল হাকিম তার নিজস্ব জমিতে কাজ করতে গেলে প্রতিবেশি আলতাবুল, তার স্ত্রী মইফুল ও আলতাবুলের ভাই সাবুর আলী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে আব্দুল হাকিমের ডান চোখ মারাত্মক জখম হয়।
সাংবাদিক শিমুলের পিতা আব্দুল হাকিম বর্তমানে গুরুত্ব অবস্থায় সাতক্ষীরা সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে সদর থানায় এজাহার জমা দিয়েছে ফটো সাংবাদিক শিমুল। এঘটনায় হসপিটালে গিয়ে শিমুলের বাবার জবানবন্দি নিয়েছেন সদর থানার এসআই মেহেদী হাসান।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার জানান,সাংবাদিক’রা দেশের আয়না। তাদের মাধ্যমে আমরা সমাজের সব কিছু দেখতে পারি।
তিনি বলেন, ঘটনাস্থলে এসআই মেহেদী কে পাঠানো হয়েছে। অপরাধের ধরন বুঝে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিক পরিবারের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন সাতক্ষীরার সাংবাদিক মহল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com