আজ কিছুক্ষণ আগে ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শ্রী ইদ্দুওয়াপ্পা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। গত কয়েক দিনের সব জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে আজ ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শ্রী ইদ্দুওয়াপ্পা। তিনি দুই বছর বেশি সময় ধরে কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেন। এবং ভারতের দক্ষিণের রাজ্য ও বি জে পির একমাত্র ক্ষমতা দখল করা দক্ষিন্যাত্বের রাজ্যে থেকে বি জে পি ক্ষমতা দখল করে ছিল। কিন্তু বিজেপি একক ভাবে ক্ষযতায় আসতে না পেরে দুই বছর আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমার স্বামীর নেতৃত্বাধীন জনতা দল সেকুলারের ও ভারতের জাতীয় কংগ্রেসের কিছু বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করে ছিল। কিন্তু বিজেপি দলের মধ্যে গত কয়েক মাস ধরে কর্নাটকের মুখ্যমন্ত্রী ইদ্দুওয়াপ্পা কে ফেলতে ঘুটি সাজিয়েছিল কিছু বিধায়ক। অবশেষে সব কিছু বুঝতে পেরে কিছু দিন আগে দিল্লির উদ্দেশ্যে উড়ে যায়। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের স রাস্ট্র মন্ত্রী অমিত শাহ এবং ভারতের বি জে পি র সভাপতি শ্রী জে পি নাড্ডার সাথে দেখা করেন। এবং আজ সকালে কর্নাটক এর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এরপর কে মুখ্যমন্ত্রী হন তা দেখার বিষয়।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com