অশান্ত অসম ও মিজোরাম সীমান্তে উত্তেজনা সৃষ্টি করার জন্য তলব এম পি, শ্রী ভনলালভেনারের। গতকাল থেকে ভারতের পূর্ব রাজ্যে অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পায়। যায় ফলে অসম রাইফেল এর জওয়ান রা মিজোরাম সীমান্তে অতিক্রম করলে মিজোরাম সীমান্তে ঝামেলা হয়। তুমুল উত্তেজনা বৃদ্ধির ফলে অসম রাইফেল এর সাত জন জোয়ান সহ আটজন মারা যায়। এবং দুই প্রতিবেশী রাজ্য সীমান্তে চরম আকার ধারণ করেছে দুই রাজ্যের মানুষের মধ্যে। অসম সীমান্ত সীল করে দিয়েছে। এবং, ১০৯, নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দিয়েছে অসম রাইফেল। চলেছে নাকা চেকিং। দুই রাজ্যের মানুষের মধ্যে সীমান্ত ঝামেলার উষ্কানীমূলক মন্তব্য করার জন্য মিজোরাম রাজ্যের লোকসভার সদস্য শ্রী ভনলালভেনারের কে তলব করেন অসম রাইফেল। কিন্তু তিনি তাদের কে কোন উত্তর দেবেন না বলে জানিয়েছেন। এবং অসম রাইফেল জোয়ান রা ফের যদি মিজোরাম রাজ্যের মানুষের উপর জুলুম করতে সীমান্ত অতিক্রম করে তাহলে তাদের মেরে ফেলার হুমকি দেন এই মিজোরাম রাজ্যের এম পি। এই সুযোগে রাজ্যের উগ্রপন্থী সংগঠন তারা সুযোগ না পান তার জন্য আজ দিল্লির সাউথ ব্লক ডেকে পাঠিয়েছে দুই রাজ্যের সরাস্ট্র সচিবদের। এবং এই বৈঠক উপস্তিত থাকবেন কেন্দ্রীয় সরাস্ট্র সচিব শ্রী অজয় ভাল্লা। ইতিমধ্যে কেন্দ্রীয় সরাস্ট্র সচিব শ্রী অজয় ভাল্লার কাছে গতকালের মৃত্যুর ঘটনা সাতজন অসম রাইফেল এর জোয়ান মৃত্যু হয় এবং আট জন সাধারণ মানুষের মৃত্যু হয়। এবং আহত পঞ্চাশ জন। এই অবস্থায় কোন অশান্তি যাতে দেখা না দেয় তার জন্য তিনি এই বৈঠক ডেকেছেন।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com