প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২১, ১:২৭ এ.এম
বরকলে খামারিদের মাঝে গো খাদ্য বিতরন।
মোঃ রাজীব হোসেন : ১লা আগস্ট ২০২১ইং সারাদিন উপজেলা প্রাণিসম্পদ অভিদপ্তর বরকল শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানার সার্বিক সহযোগিতায় খামারিদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনা উপহার( গো-খাদ্য, ভিটামিন, কৃমির ঔষধ) নিজ হাতে উপজেলার সদর,মাইসছড়ি,নতুনবাজার, চেয়ারম্যান পাড়া,নতুনপাড়া, হাজাছড়া সহ উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৭০ জন খামারিকে এই প্রণোদনা বিতরণ করেন চন্দন কুমার দে, (উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বরকল, রাংগামাটি) দীপায়ন চাকমা (উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা বরকল উপজেলা) এলন চাকমা(ভ্যাক্সিনেটর), প্রবির দাশ (ভ্যাক্সিনেটর) ও অন্যান্য খামারি বৃন্দ,
চলমান করোনা মহামারী পরিস্থিতিতে সব কিছুই যেন স্থবির হয়ে পড়ছে কঠিন সময়ে সাহায্য পেয়ে অনেক খামারি সরকারকে ধন্যবাদ জানান, এবং অসহায় দুস্থ খামারি যারা এখনো প্রণোদনা থেকে বঞ্চিত আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদেরকেও সরকারি সহায়তা দেয়া হোক।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com