প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২১, ৬:১৯ পি.এম
পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় (কোভিড- ১৯) এর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ নারীর মৃত্যু
আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর আলম শিপন জানান যে, আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন নারীর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এবং আজকের (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তি বা নারীরা হলো, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মোসা. মমতাজ বেগম (৬০) তিনি মারা যান চিকিৎসারত অবস্থায় পটুয়াখালী সদর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন কলাপাড়া উপজেলার মোসাঃ শিউলি বেগম (৪০) তিনি মারা যান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর আলম শিপন আরো জানান যে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্ত ১৭৯ জনের মধ্যে সদর উপজেলায় ৮৭ জন, কলাপাড়ায় ২১ জন, গলাচিপায় ৩ জন, মির্জাগঞ্জে ১৫ জন, দুমকিতে ৬ জন, দশমিনায় ৪ জন, বাউফলে ৪৩ জন আক্রান্ত হয়।
এ নিয়ে পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৮৯ জনে। এবং বর্তমানে মোট ১ হাজার ৯৩৬ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৬০ জন ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৭৭৬ জন। এবং এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ১১৬ জনের।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com