ফিরোজ হোসেন সাগরঃটি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। সেটাও কেবল ১৩১ রানের পুঁজি নিয়ে। নিশ্চিয়ই আনন্দে ভাসছে বাংলাদেশ, খুশিতে উড়ছেন মাহমুদউল্লাহ? অধিনায়ক বললেন, তেমন কিছু নয়। এটা স্রেফ আরেকটা জয়। পিঠাপিঠি ম্যাচ বলে, খুব দ্রুত প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়াই বেশি গুরুত্ব পাচ্ছে তার কাছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ জানান, এরই মধ্যে পরের ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছেন তারা।
“এই জয়ে আমরা ভেসে যাচ্ছি না। আমরা জিতেছি, এটা এখানেই শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন পরের ম্যাচে মনোযোগ দেওয়া।”
“এই ম্যাচে যে ভুলগুলো করেছি, সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, নিশ্চিত করা। প্রথম বল থেকে সেরাটা দেওয়া। পা মাটিতে রেখে নিজেদের গুছিয়ে নেওয়া।”
উইকেট বেশ মন্থর ছিল। স্পিনাররা বেশ টার্ন পেয়েছেন। রান করার পথ সহজ ছিল না। মিলিত চেষ্টায় ৭ উইকেটে ১৩১ রান করতে পারে স্বাগতিকরা। বিরতির সময় মাহমুদউল্লাহর মনে হচ্ছিল, রান একটু কম হয়ে গেছে। সেটা পুষিয়ে নিতে চেয়েছিলেন ফিল্ডিং-বোলিং দিয়ে।
“টিম মিটিংয়ে বলছিলাম, আমরা ১০ রান কম করেছি। তাই আমাদের ফিল্ডিংয়ে ভালো করতে হবে।”
“ফিল্ডিংয়ে ছেলেরা ছিল প্রাণবন্ত, ওরা ছিল ক্ষুধার্থ। বোলাররা ওদের পরিকল্পনা খুব ভালোভাবে বাস্তবায়ন করেছে। এই ধরনের স্কোর ডিফেন্ড করতে বোলিংয়ে শুরুতে খুব আগ্রাসী মানসিকতা প্রয়োজন। আমরা ঠিক তাই করেছি।”
মিরপুরে বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com