ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ ২০২৩,শে, লোকসভার নির্বাচন বহু দিন বাকী, তাতে কিছু যায় আসে না। তার আগেই বিরোধী জোট রাহুলের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যাবে সংসদের এইজতরে ও বাইরে। তারা কোন ভাবেই ভারতের বিজেপি ও আর এস এস জোট শক্তির প্রধান এন ডি এর প্রধান বিজেপি নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কে। সম্প্রতি সংসদের ভিতরে পেগাসাস টেলিফোন ও ভারতের কৃষক বিরোধী বিলের বিরোধিতায় ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়ে গিয়েছে। এই জোটের সদস্য হিসেবে যোগ দেন তৃনমূল দলের সংসদ সদস্যরা ও ডি এম কে, শিবসেনা এন সি পি ও ন্যাশনাল কন্ফারেন্স ও আর জে ডি এবং ইউ এফ এল ডি এবং জে এম বি ও এস পি সহ চোদ্দোটি দলের সংসদ সদস্যরা। একমাত্র বি এইচ পি এবং আম আদমি পাটির সংসদ সদস্যরা বাইরে ছিলেন। তবে আজ প্রত্যরাশ সভার পর আগামী নির্বাচনে বিজেপি বিরোধী দল ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যাবে বিজেপির বিরুদ্ধে এই শপথ গ্রহণ করেন সব দলের সংসদ সদস্যরা।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com