ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ যতদিন যাচ্ছে তত আমেরিকার নেতৃত্বে ন্যাটো জোটের সামরিক বাহিনীর সদস্যরা আফগান ছেড়ে চলে যাচ্ছে। সেই সুযোগে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে দখল নিতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের তালিবান মিলেয়োশিয়ার যোদ্ধারা। তারা ইতিমধ্যেই আফগানিস্তানের আশি ভাগ এলাকা দখল করে নিয়েছে। আফগানিস্তানের তালিবান মিলেয়োশিয়ার যোদ্ধাদের রুখতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা। আজ আফগানিস্তানের তালিবান মিলেয়োশিয়ার যোদ্ধাদের রুখতে শেষ পর্যন্ত আকাশ থেকে বোমারু বিমান থেকে বোমা হামলা চালায়। তবে ক্ষয়ক্ষতির হিসাব এখন সামনে আসেনি। আফগানিস্তানের তালিবান মিলেয়োশিয়ার যোদ্ধারা আজ আফগানিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে বোমারু বিমান লক্ষ্যে করে রকেট হামলা চালায়। সঙ্গে মাটার এবং ভারী কামান থেকে গোলা বর্ষণ করে। ইতিমধ্যে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা পাকিস্তানের সীমান্ত প্রদেশ ও ইরান এবং তাজিকিস্তান ও উজবেকিস্তান ও আজাবাইজান এর সীমান্ত থেকে পালিয়ে যেতে দেখা গেছে। সেই সাথে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের ফেলে যাওয়া অস্ত্র ও সামরিক বাহিনীর সরমজাম দখল করে নিয়েছে। তালিবান মিলেয়োশিয়ার যোদ্ধারা আজ ইরানের সীমান্ত শহর নিমরোজ প্রদেশ এর জারন্জ্ঞ্ শহর দখল করে নিয়েছে। এর আগে জাবাল প্রদেশ ও কান্দাহার ও মাজারী ই শরিফ এবং জালালাবাদ ও হেলমন্দ প্রদেশ তোরা বোরা এলাকা দখল করে নিয়েছে। কাবুল দখলের জন্য মরিয়া লড়াই করে চলেছে তালিবান মিলেয়োশিয়ার যোদ্ধারা। এদের প্রতিহত করতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা। তবে জারন্জ্ঞ শহর দখল এর কথা স্বীকার করে নিয়েছে আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জনাব রোহজল খায়েরজাদ। আজ আফগানিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে তালিবান মিলেয়োশিয়ার যোদ্ধারা। ইতিমধ্যে আফগানিস্তানের বিভিন্ন স্থান থেকে তালিবান মিলেয়োশিয়ার যোদ্ধারা কাবুল দখলের জন্য আসতে শুরু করেছে বলে জানিয়েছেন তালিবান মিলেয়োশিয়ার যোদ্ধাদের মুখপাত্র জনাব জবিউল্লা মুজাহিদ। আজ আফগানিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তালিবান মিলেয়োশিয়ার যোদ্ধাদের সম্পূর্ণ ভাবে সহযোগিতা করছে পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা।তবে এই মাসে আমেরিকার নেতৃত্বে ন্যাটো জোটের সামরিক বাহিনীর সদস্যরা আফগানিস্তান ছেড়ে চলে যাবে। তার পর কি পরিস্থিতি সৃষ্টি হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com