প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২১, ২:১৯ পি.এম
স্বাভাবিক ভাবে সম্পন্ন বরকলে কোভিড টিকার প্রথম ডোজ।।মানুষের কল্যাণে প্রতিদিন
মোঃ রাজীব হোসেনঃ বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা অনুযায়ী ৭ই আগস্ট থেকে যে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হবার কথা ছিলো তার প্রথম ডোজ আজ বরকল উপজেলার পাঁচটি কেন্দ্র স্বাভাবিক ভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে বরকল উপজেলার বিভিন্ন কেন্দ্রে মাঠ পর্যায়ে কাজ করেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, ভিডিপি, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক টিম , ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবুনন, রেডক্রিসেন্ট, রবার্ট স্কাউট এর সদস্যরা।
টিকাদান কর্মসূচি সকাল ৯টা থেকে শুরু হয়ে কিছু কেন্দ্র বিকেল তিনটা পর্যন্ত চলমান থাকে।
বরকল উপজেলার নির্বাহী অফিসার জুয়েল রানা এর সাথে কথা বললে তিনি জানান বরকলের প্রাকৃতিক সকল প্রতিকূলতা উপেক্ষা করে বৃদ্ধ থেকে শুরু করে সবাই খুব আনন্দ ও স্বাচ্ছন্দের সাথে কোভিড টিকা গ্রহণ করেন বরকল বাসি, বরকল উপজেলার পাঁচটি কেন্দ্রে তিন হাজার টিকা নিবেন বলে প্রাথমিক ভাবে নির্ধারণ করা হয় সর্বশেষ তথ্য অনুযায়ী চারটি কেন্দের ফলাফল ২৬৭৬ টি টিকা নিয়েছেন বলে জানতে পারি। নেটওয়ার্ক সমস্যার কারণে হরিণার ফলাফল এখন পর্যন্ত আমাদের হাতে পৌঁছেনি। তবে ধারণা মতে সবমিলিয়ে তিন হাজারের বেশি মানুষ টিকা নিয়েছেন।
টিকাদান কর্মসূচি শুরু হবার সাথে সাথে বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com