প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২১, ৭:৩৯ পি.এম
চন্দনাইশে পাওয়া গেল মানুষের কঙ্কাল।।মানুষের কল্যাণে প্রতিদিন
সাবিনা ইয়াছমিন শিল্পী : চন্দনাইশ প্রতিনিধি :
চন্দনাইশের বরকল ইউনিয়নের পাঠানদন্ডি এলাকার কচুরি পানাযুক্ত একটি পুকুর থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গত ৬ আগস্ট বিকেলে বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কঙ্কালের মাথারখুলি, ২ পা ও ২ হাতের হাড় এবং মেরুদরেু কিছু অংশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায়, স্থানীয় শ্যামল সুত্র ধর নামে এক ব্যক্তি দুপুর ১২ টার দিকে পাঠানদন্ডিস্থ সুচিয়া বিলের পাশে একটি পুকুর থেকে মাছ ধরার উদ্দেশ্যে কচুরিপানা পরিষ্কার করছিল। এ সময় তিনি কঙ্কালটি দেখতে পেয়ে চেয়ারম্যান হাবিবুর রহমানকে খবর দেন। তিনি বিষয়টি চন্দনাইশ থানা পুলিশকে জানালে পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার বিষয়টি স্বীকার করে জানান, কঙ্কালটির ময়না তদন্ত ও ডিএনএ টেষ্টের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com