দেশের প্রচলিত সাংবাদিকতা কী কঠিন প্রশ্নের মুখোমুখি? যে সাংবাদিকতা সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য উন্মোচণ করতে পারে না, যে সাংবাদিকতা ২১ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্য কাহিনী জানাতে অক্ষম, ডাকসাইটে নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমদের নিখোঁজ কাহিনীর মুলোৎপাটন করতে ব্যর্থ হয়-এমন সাংবাদিকতার ধ্যান-ধারণা কী পাল্টে দেয়ার সময় এলো?
বিবেক তাড়িত এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। দেশপত্র’র তারুণ্যদীপ্ত সংবাদকর্মিরা সব অমিমাংসিত কাহিনীর নেপথ্য রহস্য উদঘাটনে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের অনুসন্ধানী টিমের সদস্যরা খুঁজে দেখতে চায় ইলিয়াস আলীর নিখোঁজ রহস্য। ক্লান্তিহীন পরিশ্রমী রিপোর্টাররা সন্ধান করছে চৌধুরী আলম, লিয়াকত হোসেনের মতো উধাও হওয়া নেতাদের।
২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় চার্জশীট হওয়ার পরও আমরা খুঁজে দেখতে চাই অবজ্ঞা অবহেলায় কি কি তথ্য উপাত্ত এড়িয়ে যাওয়া হয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার সমাপ্তির পরও দেশপত্র দেখতে চায়-অস্ত্র বহণকারী মাদার ভেসেলটি কার ছিল? তদন্ত ক্ষেত্রে কেন তা আমলে নেয়া হল না? এ ধরনের আরো আরো অমিমাংসিত ঘটনার নেপথ্য কাহিনী উদঘাটনে দেশপত্র কর্মিরা সাধ্যমতো সন্ধান করতে চাই। সেখানে তদন্তকারী সংস্থাগুলোর মতো আমরাও ব্যর্থ হলে তা খোলামেলা ভাবে জানাতে চাই পাঠক সমাজকে।
সংবাদকর্মি হতে আগ্রহী এমন অনেকের প্রথম প্রশ্ন হচ্ছে: আপনারা কোন্ গ্রুপের পক্ষে পত্রিকা প্রকাশ করছেন? তাদের ধারণা, কর্পোরেট হাউজ কিংবা ডাকসাইটে শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ছাড়া পত্রিকা হয় না। একজন সংবাদ কর্মির দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নেয়া ব্যক্তির এমন প্রশ্নে আমরা হতবাক হয়েছি, কষ্ট পেয়েছি। আগ্রহী সংবাদ কর্মিরা কোন্ পেশাদারিত্বের তত্বাবধানে কাজের সুযোগ পাবেন...সে কথা জানার জন্য মোটেও উৎসাহী নন। ঐতিহ্যবাহী সংবাদপত্র অঙ্গনে কর্পোরেট থাবায় সাংবাদিকতার মৌলিকত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে, বিপরীতে গড়ে ওঠা জৌলুসতার পরিচ্ছদে গা গলিয়ে দেয়া রিপোর্টার কাম বাণিজ্যিক কর্মিরা খুঁজে ফিরছে অধিক সুযোগ সুবিধা নিশ্চিত করার স্থান। সাংবাদিকতা কিংবা সমাজের জন্য তাদেরকোনো দায়বোধ নেই, নিজস্ব অঙ্গিকারাবদ্ধতারও প্রয়োজনবোধ করেন না।
তবে পত্রিকা প্রকাশনার উদ্যোগ নিলেই যে পুঁজিপতি, কর্পোরেট হাউজের সংযুক্তি লাগবেই...এমন ধারনায় আমরা বিশ্বাসী নই। আর্থিক সঙ্গতি অশ্যই লাগবে, পেশাদারিত্ব থাকতেই হবে। তবে সেই অর্থের বোঝা বানিয়ে সৎ সাংবাদিকতার কবর রচনায় কোনো আগ্রহ নেই আমাদের। দেশপত্র’র মূল শক্তি, সাহস, প্রেরণা-সাধারণ পাঠক, সচেতন মহল। আপনারা আমাদের নৈতিক সমর্থন দিন, প্রেরণা যোগান-আমরা দেশসেরা পত্রিকা উপহার দিবো। আপনারা আন্তরিক সহযোগিতা করুন, আমরা সত্য সন্ধানে জীবন বাজি রাখবো।
লেখকঃ বিশিষ্ট সাংবাদিক সাঈদুর রহমান রিমন
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com