শেখর চন্দ্র সরকারঃবগুড়ায় গত ২৪ ঘন্টায় বগুড়ার সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০১ জন।
বিষয়টি নিশ্চিত করছেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদুল হক। করোনায় নিহতরা হলেন, বগুড়ার বা বগুড়া সদরের আল আমিন (৩৮), মহসিন আলী (৬৯), আবুল হাসান (৭৭), কোহিনুর বেগম (৫৩), লুৎফর রহমান(৬৮), শিবগঞ্জ উপজেলার সুফিয়া বেগম (৬০), অপর একজন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সালমা বেগম (৪৫)। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদুল হক ভার্চুয়াল কনফারেন্সে জানান , বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মাদ আলী হাসপাতাল ও বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৯ আগস্টের ফলাফল অনুযায়ী ৪৬১ টি নমুনার মধ্যে ১০১ জনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ২১.৯℅।
উপজেলা ভিত্তিক আক্রান্ত হয়েছে , বগুড়া সদরে ৪৯ জন, শাজাহানপুরে ১৮ জন, শেরপুরে ৯ জন, কাহালুতে ৪ জন, গাবতলীতে ১২ জন, দুপচাঁচিয়ায় ৪ জন, সোনাতলায় ১ জন, শিবগঞ্জে ৩ জন, সারিয়াকান্দিতে ১ জন। তিনি আরো জানান, এ পর্যন্ত বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা ৬০৪ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪০ জন। বর্তমানে বগুড়ায় ১২১৪ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসারত রয়েছেন। তাদের মধ্যে বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সে ৪৫৬ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও কলেজ হাসপাতালে- ২২১ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে – ১৬৩ জন, টিএমএসএস হাসপাতালে – ৬৩ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে – ১৯ জন।