আরিফুল ইসলাম আশা:মোবাইলে ক্ষুদেবার্তা পাবার পর নির্ধারিত দিনে এসে সাতক্ষীরা সদর হাসপাতাল কেন্দ্র থেকে টীকা না পেয়ে ফিরে গেছেন অনেক মানুষ। নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষের ভীড় এদিন লক্ষ্য করা গেছে। তাদেরকে টীকা সরবরাহ নেই বলে জানিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, আজ বুধবার টীকা পাওয়ার ক্ষুদে বার্তা পেয়েছিলেন বহু মানুষ। তারা নির্ধারিত সময়ে সাতক্ষীরা সদর হাসপাতাল কেন্দ্রে চলে আসেন। কিন্তু সরবরাহ না থাকায় তাদের টীকা দেওয়া যায়নি। এতে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলেছেন, আমাদের হয়রানি করা হচ্ছে।
টীকা নিতে আসা লোকজন জানান, আমরা বহুদূর থেকে এসেছি। মোবাইলে মেসেজ পেয়েছি। কিন্তু এখানে এসে দেখছি কোন লোক নেই। কেউ কিছু বলতেও পারেন না। একপর্যায়ে কর্মচারীরা জানিয়ে দেন, টীকা নেই, আপনারা পরে আসেন। টীকা সরবরাহ পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তারা বলেন, আমরা বহু মানুষ হয়রানির শিকার হয়ে ফিরে গেছি।
সাতক্ষীরার সিভিল সার্জান ডা. হুসাইন শাফায়াত জানান, আমরা তিনদিন আগে টীকার চাহিদার কথা জানিয়ে মন্ত্রনালয়ে চিঠি দিয়েছি। সিনোফার্মার টীকা ফুরিয়ে গেছে। টীকা আসতে আরও এক সপ্তাহের বেশী সময় লাগতে পারে। সরবরাহ পেলে অবশ্যই চাহিদা অনুযায়ী টীকা দেওয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com