প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২১, ৯:২৭ এ.এম
রাজশাহীর আড়ানীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন আটক
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে।
এসময় তার কাছে থেকে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতআসামি হলো মোঃ কামরুল ইসলাম (৫০)। সে বাঘা উপজেলার আড়ানী বাজার এলাকার মোহাম্মদ ওয়াজেদ আলী সরকারের ছেলে।
ঘটনা সুত্রে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী বাজার দক্ষিণ মাথা পল্লী চিকিৎসক আহম্মদ আলী @ ফারুক এর ডাক্তার খানার সামনে পাকা রাস্তার উপর ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে, ঘটনাস্থলে পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com