ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কোন জঙ্গি হামলা না চালাতে পারে তার জন্য আকাশ পথে নজরদারি বায়ু সেনার। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। আগামী কাল বাদে পরশুদিন ভারতের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় আটোসাটো নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে। কারণ এই লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষন দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে কুচকাওয়াজ এর অভিবাদন গ্রহণ করবেন ভারতের রাস্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও রাষ্ট্রপ্রধানরা সেই সাথে উপস্তিত থাকবেন ভারতের বিরোধী দলের নেতা শ্রী অধীর রন্ধন চৌধুরী ও ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এবং বিজেপি সভাপতি শ্রী সি জে নাড্ডা সহ লোকসভার অধ্যক্ষ ও রাজ্যে সভার অধ্যাক্ষ সহ ভারতের তিন বাহিনীর প্রধান বৃন্দ। ভারতের স্হল বাহিনীর প্রধান এবং ভারতের বিমান বাহিনীর প্রধান এবং ভারতের জল বাহিনীর প্রধান ছাড়া ভারতের সামরিক বাহিনীর প্রধান বৃন্দ। সেই সাথে উপস্তিত থাকবেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রী সভার সদস্য গন। এবং দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল। এই স্বাধীনতা উপলক্ষে ভারতের সামরিক বাহিনীর জওয়ানরা ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নজরদারি শুরু করেছে। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারতের সামরিক বাহিনীর জওয়ানরা। এবং ভারতের পূর্ব সীমান্ত ও উত্তর সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালিয়ে যাচ্ছেন সামরিক বাহিনীর জওয়ানরা। আজ দিল্লির লালকেল্লায় আটোসাটো নিরাপত্তা দেখতে ভারতের বায়ু সেনার ফাইটার বিমান আকাশ পথে নজরদারি চালিয়ে যেতে দেখা গেছে। তাই নয় দিল্লি যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তায় সকাল থেকে নাকা চেকিং চলছে। এবং ভারতের গুরুত্বপূর্ণ রাস্তায় নজরদারি ও নাকা চেকিং চলছে। যে কোন জঙ্গি হামলা ও নাশকতার রুখতে বদ্ধ পরিকর ভারতের সামরিক বাহিনীর জওয়ানরা।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com