লিয়াকত রাজশাহী ব্যুরোঃ সড়ক দূর্ঘটনায় নিহত কনস্টেবল কামাল পারভেজের স্ত্রী মাহফুজা খাতুনকে আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিমিটেড কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনী পদে চাকুরির নিয়োগ পত্র প্রদান করা হয়েছে। আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী তাঁর নিজ ফার্মে এই চাকরী প্রদান করেন। আর এই চাকরীর ব্যবস্থা করে দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
পরিবারের উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে তার স্ত্রী-শিশু সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এই বৈশ্বিক মহামারিতে চরম সংকটের মধ্যে পড়েন। মানবিক বিপর্যয় নেমে আসে তার উপর। তার এই অসহায়ত্বের কথা জানতে পেরে পুলিশ কমিশনার কামাল পারভেজের স্ত্রী-সন্তানের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেন। আপদকালীন সংকট মোকাবেলার জন্য আর্থিক অনুদানও প্রদান করেন তিনি।
পরবর্তীতে পুলিশ কমিশনার তাঁর একান্ত মানবিক উদ্যোগে মৃত কনস্ট্রেবল কামাল পারভেজের স্ত্রী মাহফুজা খাতুনের যোগত্যানুযায়ী চাকুরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের আহ্বান জানান। তাঁর এই মানবিক আহ্বানে সাড়া দিয়ে আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিমিটেড কনস্ট্রেবল কামাল পারভেজের স্ত্রী মাহফুজা খাতুনকে তাদের কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনী পদে চাকুরি প্রদানে আগ্রহ প্রকাশ করেন।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এবং আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী মাহফুজা খাতুনের হাতে চাকুরির নিয়োগ পত্র প্রদান করেন।
মৃত সহকর্মীর পরিবারের প্রতি এমন অনন্য মানবিকতায় তার মাহফুজা খাতুন আরএমপি পুলিশ কমিশনার ও আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিমিটেড এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সেইসাথে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য কনস্ট্রেবল কামাল পারভেজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি গত বছরের ২২ মার্চ সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com