রাজশাহী ব্যুরোঃ রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজ এলাকায় অপারেশন পরিচালনা করে
০৭ জন মাদক সেবনকারীদের গ্রেফতার করেছে।
এসময় তাদের কাছে থেকে ০১ পুরিয়া গাঁজা ও ০২টি কলকি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা ১। মোঃ কাজল আলী (৩৫), পিতা-মৃত আফজাল হোসেন, সাং- গোবিন্দপুর, ২। মোঃ সোহেল রানা(২৫), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-ইউসূফপুর (কলেজ মোড়), উভয় থানা- চারঘাট, ৩। মোঃ রনি (৩৬), পিতা-মোঃ আজম আলী, ৪। মোঃ তুহিন সরকার (২২), পিতা-মোঃ সাহাবুদ্দিন, উভয়সাং-বানেশ্বর, থানা-পুঠিয়া, ৫। মোঃ নাজমুল হক(২৭), পিতা-রশিম উদ্দিন, সাং- গোবিন্দপুর বাজার, থানা-চারঘাট, সর্বজেলা-রাজশাহী, ৬। মোঃ মন্টু (২৫), পিতা-মৃত নাজিমুদ্দিন, সাং-শিরোইল কলোনী (কানার মোড়), ৭। মোঃ রানা (৩৫), পিতা-মৃত মোঃ হোসেন, সাং-ছোটবন গ্রাম(১৯ নং ওয়ার্ড), উভয় থানা-চন্দ্রিমা, রাজশাহী মহানগরীগনদের গ্রেফতার করেন।
ঘটনা সুত্রে
,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের দক্ষিণ দুয়ারী দ্বিতীয় তলা ভবনের সামনে আম গাছের নিচে ফাকা জায়গায় কতিপয় ব্যক্তি আসর বসিয়ে মাদকদ্রব্য গঁাজা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্টসহ বিরক্তিকর আচরণ করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে, ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে আসর হইতে পালানোর চেষ্টাকরে এসময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপরোক্ত ব্যক্তিগণকে ঘটনাস্থালেই গ্রেফতার করা হয়।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।