প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ১২:১২ পি.এম
রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইনসহ ০১ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
লিয়াকত রাজশাহীঃ রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় অপারেশন পরিচালনা করে ১ কেজি ৯১৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলো মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন সুবুদ্দি গ্রামের মৃতঃ সাচ্চু মন্ডলের ছেলে মোঃ শুকুর মন্ডল (২৬)।
ঘটনা সুত্রে -গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অপারেশন দল রাজশাহী নগরীত চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় লেকের পাশে পাঁকা রাস্তার উপর ০১ জন মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী কৌশলে পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ হেরোইনসহ তাকে আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com