প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ৯:২১ পি.এম
বারবুনিয়া বাজারে আগুন লেগে ৩টি দোকানসহ ১টি ক্লাবঘর পুড়ে ছাই
মোঃ আবু তৈয়ব:বারবুনিয়া বাজারে আগুন লেগে ৩টি দোকানসহ ১টি ক্লাবঘর পুড়ে ছাই।রাঙামাটি লংগদু উপজেলার বারবুনিয়া বাজারে আগুন লেগে তিনটি দোকান ও একটি ক্লাবঘর সম্পূর্ণ পুড়ে ছাই ।
লংগদু স্থানীয়রা জানায়, রবিবার (১৫ আগস্ট) মধ্যরাতে বারবুনিয়া বাজারের অগ্নিকাণ্ড ঘটে এবং পরে এ আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে দুইটি মুদি দোকান, একটি চা দোকান ও একটি ক্লবঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আরো কয়েক টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। হানিফের মুদি দোকানের কয়েলের আগুন হতে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানায়। এতে আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু ও লংগদু ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com