প্রথম পক্ষের স্বামী বা স্ত্রী থাকলে তাদের সম্মতি ছাড়া লিভ ইন টুগেদার সামাজিক অপরাধ। ঘোষণা রাজস্থান হাইকোর্টের। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। ভারতের রাজস্থান হাইকোর্টের একটি লিভ ইন টুকেদার মামলায় রায় দিতে গিয়ে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী সতীশ শরমা বলেন কোন প্রাপ্তবয়স্ক নারি বা পুরুষ যদি কোন প্রথম পক্ষের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও তাদের কে অবহেলা করে যদি কোন পুরুষ ও মহিলা লিভ ইন টুকেদারে একসাথে বসবাস করে তা সম্পূর্ণ বেআইনি বলে ধরা হবে। আজ রাজস্থান হাইকোর্টের বিচারপতি শ্রী সতীশ শরমা একলাসে এই মামলার রায় দিতে গিয়ে বলেন জৈনিক লিভ ইন টুকেদার বসবাস করা নারী কে ঐ নারী বলেন তিনি সেচ্ছায় তার ভালবাসার পাত্র সাথে লিভ ইন টুকেদার বসবাস করেন। কিন্তু ঐ নারীর স্বামীর বাড়ির লোকজন জানান তিনি যে পরপুরুষের সাথে বসবাস করছেন তা সামাজিক অপরাধ। এবং ঔ নারী পূর্বের স্বামীর কাছ থেকে টাকা ও পয়সা চাপ সৃষ্টি করে নেওয়ার জন্য নানা অজুহাত তৈরি করছেন। তাই তাকে কোন ভাবে আইনি সহায়তা দান না করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আজ ভারতের রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী সতীশ শরমা পরিস্কার ভাবে ঘোষণা করেন যে পূর্বের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও কোন পুরুষ ও মহিলা যদি লিভ ইন টুকেদার বসবাস করে তা সামাজিক অপরাধ হিসেবে ধরা হবে।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com