লিয়াকত : রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পি.এন. সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে ৮ মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছে থেকে ১০ গ্রাম গাঁজা ০১ টি কলকি পাওয়া যায়।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ রানা আলী (২৩), পিতা-মৃত আহাদ আলী, সাং-ধনঞ্জয় পাড়া, ২। মোঃ তানজিরুল আলম- তানিম (২০), পিতা-মৃত পারভেজ হোসেন, সাং-কৃষ্ণপুর, ৩। মোঃ নাদিম মুন্না (১৯), পিতা-আব্দুর রহমান, সাং-পুঠিয়া (রাজবাড়ীর পাশের্ব),সর্বথানা-পুঠিয়া, ৪। মোঃ সেন্টু (৩০), পিতা-ফরমান আলী, সাং-বরকতপুর (শাহাজিপাড়া), ৫। মোঃ রাশেদুল সরকার (২৯), পিতা-মুজিবর সরকার, সাং-কালোহাটি, উভয়থানা-চারঘাট, সর্বজেলা-রাজশাহী, ৬। মোঃ ফরিদ আলী (৩০), পিতা-মৃত মুজিবর রহমান, সাং-গোসাইপুর, ৭। সালেকিন আহমেদ (২৩), পিতা-এস.এম. রবিউল আলম, সাং-আব্দুলপুর, উভয়থানা-লালপুর, জেলা-নাটোর, ৮। মোঃ শুভ (১৯), পিতা-সুমন আলী, সাং-মৌগাছি, থানা-চারঘাট, সর্বজেলা-রাজশাহী।
ঘটনা সুত্রে প্রকাশ-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, এর একটি অপারেশন দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনের মুক্ত মঞ্চে কতিপয় ব্যক্তি আসর বসিয়ে মাদকদ্রব্য গঁাজা সেবন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়া উপজেলায় পিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনের মুক্ত মঞ্চে উপস্থিত হওয়া মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে গোল হয়ে বসা আসর হইতে পালানোর চেষ্টাকরে এসময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মাদকসেবনকারীদের ঘটনাস্থালেই আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে, পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ২১/৩৬(৫) ধারার মামলা রুজু করা হয়েছে।