রাতের কলকাতা কে আটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দিলেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে বডিগার্ড পুলিশ লাইনে কলকাতা পুলিশের বিভিন্ন থানার আই সি ও ওসি এবং পদস্থ পুলিশ অফিসারদের উদ্দেশ্যে ভাষন দিতে গিয়ে বলেন কলকাতা শহরের বিভিন্ন যায়গায় আগের চেয়ে বেশি করে আটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলতে হবে। যাতে দুর্বৃত্তরা সহজেই তাদের উদ্দেশ্যে সফল না করতে পারে। এবং কোন উগ্রপন্থী দল এই শহরে সহজেই প্রবেশ করতে না পারে। সেই সঙ্গে কলকাতা শহরের জনসংখ্যার তুলনায় অপরাধ যেন কম হয় তা দেখতে হবে। এবং সন্ধ্যা, ৯,টার, পর যেমন শহরের বিভিন্ন যায়গায় নাকা চেকিং চালানো হচ্ছে তেমনি চলবে এই নিয়ম। এবং রাতের কলকাতা শহরের রেস্তোরাঁ ও হোটেল গুলোর উপর কড়া নজর রাখতে হবে। তিনি বলেন রাতের কলকাতা শহরের বিভিন্ন থানায় পরিদর্শন এ গিয়ে অনেক গাফিলতি ধরা পড়েছে। তাই তিনি নিজে রাতের কলকাতা শহরের বিভিন্ন যায়গায় নাকা চেকিং বের হন। তিনি বিভিন্ন থানা এলাকায় প্রাতভ্রমন কালে সাধারণ মানুষের যে চুরি ও ছিনতাই এর মুখোমুখি হয় তা যাতে না হয় তার খেয়াল রাখতে নির্দেশ দেন। তিনি নিজে কলকাতার ময়দান থানা এলাকায় ছদ্মবেশে সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান। কারণ কিছু দিন আগে এই ময়দান থানা এলাকায় পথ ভ্রমন বেরিয়ে সকালে গোলার হার ছিনতাই মতো ঘটনা ঘটে। কলকাতা পুলিশের কমিশনার শ্রী সৌমেন মিত্র আই পি এস বলেন কলকাতা শহরের কোন যায়গায় নিরাপত্তা গাফিলতি ধরা না পড়ে। কলকাতা শহর কে আটোসাটো নিরপত্তায় মুড়ে ফেলতে হবে।তার জন্য সব থানা কে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com