আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের নতুন সভাপতি ও বিধায়ক শ্রী যগোরন্জন হালদার কে সম্ভাবনা জানায় মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের পক্ষ থেকে।। আজ মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের সব তৃনমূল দলের ইউনিটের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন তৃনমূল দলের সভাপতি ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং মন্দিরবাজার বিধান সভা কেন্দ্রের বিধায়ক শ্রী যগোরন্জন হালদার কে উষ্ণ সম্বোধনা দেওয়া হয় দলের তরফ থেকে। কারণ এই প্রবীণ বিধায়ক দীর্ঘদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনার রাজ্যে রাজনিতির সাথে জড়িত। তিনি এর আগে ভারতের জাতীয় কংগ্রেসের মন্দির বাজারের নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে আজ পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মন্দির বাজার থেকে তিন তিন বার বিধায়ক হন সাধারণ মানুষের ভোটে। তাই দীর্ঘদিনের দলের একনিষ্ঠ কর্মী হিসেবে ও ভালো বিধায়ক হিসেবে তাকে তৃনমূল দলের পক্ষ থেকে তার হাতে দলের ব্যাটন তুলে দেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রামিন তৃনমূল দলের সভাপতি হিসেবে কাজ করবেন। আগামী দিনে তৃনমূল দল কে এগিয়ে নিয়ে যাবার গুরু দায়িত্ব পালন করবেন। আজ এই তৃনমূল দলের সম্বোধনা দেওয়া সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা সরকারের সাবেক মন্ত্রী ও মগরাহাট পশ্চিম বিধান সভা কেন্দ্রের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা। এবং মগরাহাট পূর্ব বিধান সভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী নমিতা সাহা ও মগরাহাট পশ্চিম কেন্দ্রের জেলা পরিষদ সদস্য জনাব মুজিবুর রহমান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি জনাব ইমরান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের সভাধিপতি শ্রীমতী ফিরোজা বেগম ও মগরাহাট পশ্চিমের উস্তি ব্লকের সহসভাপতি শ্রী মানবেন্দ্র মন্ডল সহ মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলের সভাপতি ও অন্যান্য নেতৃত্ব।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com