দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরের সদর উপজেলার ঢেপা নদীতে নিখোঁজ যুবক সুজন দেবশর্মার (২৬) বাড়িতে উপস্থিত হয়ে তার পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে বলেন, ‘যে কোনো দুর্ঘটনাই বেদনাদায়ক।’ এমন একটি ঘটনা কারো প্রত্যাশা ছিল না। তবে দূর্ঘটনা কারো জন্যে অপেক্ষা করে না। নিখোজ সুজন দেবশর্মার পিতা বিনয় দেবশর্মা (৫৬) ও মাতা পূর্নিমা রাণী দেবশর্মা (৪৮) সহ স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। পিতা-মাতা বারবার মুর্ছা যাচ্ছিলেন। তবে সুজন দেবশর্মার বাড়িতে এখনো থামেনি আহাজারী। ক্রদন ও আহাজারীতে মাতম পুরো গ্রাম। এসময় নিখোজ সুজনের ভগ্নিপতী প্রেম চাঁদ দেবশর্মা এমপি মনোরঞ্জনশীল গোপালকে দূর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, সকালে কান্তজীউ বিগ্রহের নৌবহর দেখার জন্য আমি (ভগ্নিপতি নিজে),শ্যালক সুজন দেবশর্মা, লিটন দেবশর্মাসহ চারজন ঢেপা নদীর ভদ্রবাজার নামক স্থানে যাই এবং নদী পারাপারের সময় পিছনে ঘুরে দেখি সুজন দেবশর্মা নেই। তখনেই আমরা ৩ জনেই বুঝতে পারে পানির স্রোতে সুজন দেবশর্মা তলিয়ে গেছে। অনেক খোজাখুজির পর দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনকে জানানো হয়। কিন্তু শুক্রবার সারাদিন অতিবাহিত হওয়ার পরেও ফায়ার সার্ভিস আসেনি। পিতা বিনয় দেবশর্মা ও মাতা পূর্নিমা রাণী দেবশর্মা ক্রদনরত অবস্থায় আহাজারী করছিলেন আর বলছিলেন, ‘ভগবান আমাকে একটি ছেলের ও একটি মেয়ে দিয়েছিলেন সুখ ও শান্তির মধ্যে দিন অতিবাহিত হচ্ছিল। ভগবান তাও কেড়ে নিলেন। আমরা এখন কাকে নিয়ে বাঁচব। ’ এ সময় এমপি গোপাল বলেন, ‘সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের ভালোবাসেন।’ তিনি পরিবারের সকলকে ধৈর্য ধারন করার আহ্বান জানিয়ে বলেন, সুজন দেবশর্মা নিখোজ ও তাকে উদ্ধার করতে গিয়ে ডুবুরি আব্দুল মতিনের মৃত্যু সবার মনে প্রচন্ডভাবে আঘাত দিয়েছে। দুটি ঘটনায় মর্মান্তিক ও বেদনাদায়ক। তিনি বলেন, সুজন দেবশর্মা কলেজ ছাত্র ছিল। সে এখনো পৃথিবীর আলোয় উদ্ভাসিত হয়নি । সংসারের ভালো-মন্দ, আনন্দ-উৎসব ও স্ত্রী-সন্তানের স্বাদ পাওয়ার আগেই এবং ডুবুরি আব্দুল মতিন সংসারের স্বাদ পাওয়ার যাত্রার সময়ে, আশা ও প্রত্যাশা ছিল দুই পুত্র সন্তান সিয়াম ও সিহাবকে উচ্চ শিক্ষিত করবে । তারা একদিন বড় হবে ,পিতা-মাতাকে নিয়ে যাবে সুখের নীড়ে। কিন্তু আব্দুল মতিনের সে স্বপ্ন বাস্তবায়নের আগেই, দু‘জনেই চলে গেলেন না ফেরার দেশে। এতে অধৈর্য হওয়ার কিছু নেই, সৃষ্টিকর্তা যা করেন তার মধ্যেই নিহিত আছে মঙ্গল। কাহারোল উপজেলার পুর্ব সুলতানপুর ভেন্ডাবাড়ী গ্রামের নিখোজ সুজন দেবশর্মার বাড়িতে এমপি গোপালের সাথে কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মনিরুল হাসান, ইউপি চেয়ারম্যান মো.আতাউল রহমান বাবুলসহ আওয়ামীলীগ নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com