প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২১, ২:৪৫ পি.এম
রাজশাহীতে ডিবি’র অভিযানে গাঁজাসহ ১জন গ্রেফতার
রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজশাহী পবা উপজেলার হরিপুর খৈরার ধার এলাকায় গাঁজা বিক্রয়ের সময় হাতেনাতে তাকে গ্রেফতার হয়।
আটককৃত আসামী হলো, রাজশাহী পবা উপজেলার হরিপুর ইউনিয়নের দামকুড়া থানাধীন আলহাজ্ব মোঃ মুঞ্জুর হোসেন সেন্টুর ছেলে মোঃ মারুফ হাসান (২৪)।
ঘটনা সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও তাঁর টিম গতকাল বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার হরিপুর খৈরার ধার এলাকায় একজন ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭.২০ মিনিটের সময় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com