কায়লা কেলেঙ্কারি তে পশ্চিম বাংলার আইন ও বিচার মন্ত্রী কে ইডির তলব দিল্লিতে।। পশ্চিম বাংলার কলিয়ারী এলাকা বর্তমানের আসানসোল, রানিগঞ্জ, সহ বৃহৎ এলাকা জুড়ে দিনের পর দিন নদীর বালু ও কয়লা পাচার হয়ে গেছে। তার অনুসন্ধানের জন্য ভারতের সি বি আই ও ইডি তদন্ত শুরু করে দিয়ে কিছু রাঘব বোয়ালদের খোঁজ পায়। যার পরিপ্রেক্ষিতে অনুসন্ধান করে ই সি এল এর বহু আমলা সহ সরকারি অধিকারি জড়িয়ে পড়ে কয়লা পাচার কান্ডে। তদন্তে উঠে এসেছে পশ্চিম বাংলার বর্ধমান জেলার উত্তর আসানসোলের বিধায়ক ও পশ্চিম বাংলার আইন ও বিচার মন্ত্রী শ্রী মলয় ঘটককের নাম এবং তৃনমূল দলের পার্লামেন্ট সদস্য ও তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জীর ও তার শ্রী কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি, আগামী, ১৭,সেপ্টেমন্বর, মধ্যে ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছে। কারণ ভারত সরকারের চুরি যাওয়া কয়লার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। তবে পশ্চিম বাংলার আইন ও বিচার মন্ত্রী ইডির দপ্তরে হাজির হবে কি না এখন পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com