ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ সবার জানা। বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেললেই তিনি মাঠে ছুটে যান। দলের ক্রিকেটারদের অভিনন্দন জানানো তো বটেই কখনো কখনো তাকে জয় উদযাপন করতেও দেখা যায়।তা ছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের খুব ভালোভাবেই খোঁজখবর রাখেন তিনি। কোনো ক্রিকেটার আহত হলেও প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যাগে খোঁজখবর নেন। জানা গেছে আহত জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমের বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য গত বুধবার দুপুরে তামিম ইকবালকে ফোন করেন প্রধানমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন ফোন করার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমকে বলেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করেছ। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই।’ ম্যাচে সাহসী ভ‚মিকার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তামিম ইকবালকে প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেছেন তিনি। দুবাইয়ে দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর জানা গেছে, চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের এ ড্যাশিং ওপেনারকে। গত মঙ্গলবার দেশে ফিরেছেন তিনি। দুবাইয়ের স্থানীয় আল-জাহরা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা হয় তামিমের। হাসপাতালের জার্মান বিশেষজ্ঞ ডাক্তার তামিমের হাত দেখে নিশ্চিত করেছেন, অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তারপরও আরও বিস্তারিত জানার জন্য তামিমের রিপোর্ট পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে। সেখানকার স্পোর্টস সার্জনদের মতামত নেওয়ার জন্য।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com